নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : ভারত বাস্তুশাস্ত্র এবং অর্থনীতির মধ্যে ভারসাম্য রক্ষা করেছে। এমনটাই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শুক্রবার দুবাইতে আয়োজিত সিওপি-২৮ ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটে একথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্ব জনসংখ্যার ১৭ শতাংশ ভারত। তাসত্ত্বেও বৈশ্বিক কার্বন নিঃসরণে ভারতের অবদান ৪ শতাংশেরও কম। প্রধানমন্ত্রী জানান, ভারত বিশ্বের কয়েকটি অর্থনীতির মধ্যে একটি যা এনডিসি লক্ষ্য পূরণের পথে রয়েছে। মোদী বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে ‘গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভ’, একটি প্রো-প্ল্যানেট, প্রো-অ্যাকটিভ এবং ইতিবাচক উদ্যোগের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি ২০২৮ সালে ভারতে সিওপি-৩৩ হোস্ট করার প্রস্তাব করেছিলেন। প্রধানমন্ত্রী ১৪০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ভাষণ শুরু করেন।
তিনি জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন এবং সবুজ ঋণের মতো বিষয়গুলিতে ক্রমাগত সমর্থনের জন্য সিওপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের সকলের প্রচেষ্টা বিশ্ব কল্যাণের জন্য সবার স্বার্থ রক্ষা এবং সকলের অংশগ্রহণ আবশ্যক এই বিশ্বাসকে বৃদ্ধি করেছে।” প্রধানমন্ত্রী জানান, ভারত বাস্তুশাস্ত্র এবং অর্থনীতির মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় রেখে বিশ্বের কাছে উন্নয়নের একটি মডেল উপস্থাপন করেছে। ভারতে বিশ্বের জনসংখ্যার ১৭ শতাংশ থাকা সত্ত্বেও, বিশ্বব্যাপী কার্বন নির্গমনে আমাদের অংশ ৪ শতাংশের কম। ভারত বিশ্বের কয়েকটি অর্থনীতির মধ্যে একটি যা এনডিসি লক্ষ্য পূরণের পথে রয়েছে। আমরা ইতিমধ্যে ১১ বছর আগে নির্গমন তীব্রতার লক্ষ্যমাত্রা অর্জন করেছি। জীবাশ্মবহির্ভূত জ্বালানি লক্ষ্যমাত্রাও নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে।
মোদী বলেন, ভারতের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে তার জিডিপির নির্গমনের তীব্রতা ৪৫ শতাংশ কমানোর। প্রধানমন্ত্রী আরও জানান, “গ্লাসগোতে আমি মিশন লাইফের (পরিবেশের জন্য জীবনধারা) রূপকল্প আপনাদের সবার সামনে তুলে ধরেছি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির একটি সমীক্ষা বলছে, লাইফ মিশনের মাধ্যমে আমরা ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ২ বিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাতে পারব।
এদিন এই প্ল্যাটফর্ম থেকে আমি আরেকটি প্রো-প্ল্যানেট, প্রো-অ্যাকটিভ এবং ইতিবাচক উদ্যোগ ‘গ্রিন ক্রেডিট ইনিশিয়েটিভ’-এর আহ্বান জানাচ্ছি। এটি কার্বন ক্রেডিট এর বাণিজ্যিক মানসিকতার বাইরে যাওয়ার এবং জনগণের অংশগ্রহণে একটি কার্বন সিঙ্ক তৈরি করার জন্য প্রচারাভিযানের অংশ।

