গান্ধীনগর, ১ ডিসেম্বর (হি.স.) : নবায়নযোগ্য জ্বালানি সেক্টরে ভারত নেতৃত্ব প্রদানকারী হিসাবে আবির্ভূত হয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী আর কে সিং। তিনি বলেছেন, কার্বন নিঃসরণ বিশ্বের সর্বনিম্ন হওয়া সত্ত্বেও, ভারত নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে নেতৃত্ব প্রদানকারী হিসাবে আবির্ভূত হয়েছে৷ শুক্রবার গুজরাটের গান্ধীনগরে শুরু হওয়া এনার্জি ট্রানজিশন ও রোড ট্রাভেল এবং ভারতে সামনের সুযোগ বিষয়ক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং।
পরে তিনি বলেছেন, “ভারত অ-জীবাশ্ম জ্বালানি উৎস থেকে ৪০ শতাংশ শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে।” মন্ত্রী বলেন, “দেশ নিজস্ব ৪৩ শতাংশ জ্বালানি অ-জীবাশ্ম জ্বালানি উৎস থেকে উৎপাদন করছে।” তিনি বলেন, ভারত গ্রিন হাইড্রোজেনের মতো অন্যান্য সবুজ শক্তির উৎসও বিকাশ করছে।