কোচবিহার ট্রফি : গোয়া জয়ের স্বপ্নে বিভোর ত্রিপুরা আজ বোলার ভরসা

ত্রিপুরা-‌১৮০

গোয়া-‌২১/‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর।। শেষ বেলায় এক উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তিতে ত্রিপুরা শিবির। শনিবার সকালে ত্রিপুরার বোলাররা যদি জ্বলে উঠতে পারে তাহলে লড়াইয়ে ফিরতে পারবে রাজ্যদল। নতুবা আসরের প্রথম ২ ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও পরাজিত হতে হবে রাজ্যদলকে। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। গোয়ার পানজিম জিমখানা মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিনের শেষে ত্রিপুরার ১৮০ রানের জবাবে গোয়া ১ উইকেট হারিয়ে ২১ রান করে। আপাতত ত্রিপুরা এগিয়ে ১৫৯ রানে। গোয়ার বিরুদ্ধে ত্রিপুরা দলে ২ টি পরিবর্তন আনা হয়। প্রিয়ান্স মিত্র ব্যাট হাতে কিছুটা সাফল্য পেলেও দীপঙ্কর ভাটনাগর প্রতি বারের মতো এবারও ব্যর্থ হয়েছে। ত্রিপুরা প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৭৪.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮০ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে দ্বীপজয় দেব ৫৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, প্রীয়ান্স মিত্র ১০০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩১, অভিক পাল ৫২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৯ (‌অপ:‌), সপ্তজিৎ দাস ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌ ২১ এবং প্রীতম দাস ৬৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান তেমন রুখে দাড়াতে পারেননি। গোয়ার পক্ষে ইয়াশ কসভানকর ২৬ রানে, যুবরাজ সিনহা ৪২ রানে এবং পুনদেলিক নায়ক ৪৮ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে গোয়া ১২ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ২১ রান করে। ভীর যাদব ৩৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে সম্রাট বিশ্বাস একমাত্র উইকেটটি দখল করে ৩ রান খরচ করে। শনিবার দ্বিতীয় দিনে ম্যাচে ফিরতে ত্রিপুরা তাকিয়ে থাকবে বোলারদের দিকে।