ক্যানিং, ১ ডিসেম্বর (হি.স.): বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে প্রেমিকাকে গুলি করে খুন করার চেষ্টা করল এক যুবক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মিঠাখালিতে, প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালায় যুবক। স্থানীয় সূত্রের খবর, ৬-৭ মাস ধরে একসঙ্গেই থাকতেন তাঁরা দু’জন। শোনা যাচ্ছে, বিবাহ বহিৰ্ভূত সম্পর্কের জেরেই প্রেমিকাকে গুলি করে ওই যুবক।
আহত অবস্থায় কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে প্রেমিকাকে। অভিযুক্ত প্রেমিক ভোলা প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, বিবাহ বহিৰ্ভূত সম্পর্কের জেরে প্রেমিকাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল অভিযুক্ত ভোলা।