চুরি যাওয়া বিভিন্ন জিনিস সহ আটক ৭ চোর

আগরতলা, ১ ডিসেম্বর: আবারো বড়সড় সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। সাম্প্রতিক কালে চুরি যাওয়া বিভিন্ন জিনিস সহ সাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়।

এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গত নভেম্বর মাসে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানের মাধ্যমে দু-তিন দফায় বেশ কয়েকজন চোরকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গত ২৯ নভেম্বর তিনজনকে আটক করা হয়েছিল। তাঁদের নাম, সুজিত দাস, ঝুমন মিঞা, অন্তর দেববর্মা। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদ চালালে আরও ৪জন অভিযুক্তের নাম উঠে আসে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ধৃতরা হলেন, আকাশ দেব, বাপন দেবনাথ, দ্বীপতনু সাহা ও টুটন বর্মণ। তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ,সহ স্বর্ণালকার বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *