পাটনা, ১ ডিসেম্বর (হি.স.): বিহারের রাজধানী পাটনায় এসে পৌঁছলেন উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে পড়া বিহারের ৪ জন শ্রমিক। টানা ১৭ দিন ধরে উত্তরকাশির সুড়ঙ্গে আটকে ছিলেন মোট ৪১ জন শ্রমিক, তাঁদের মধ্যে ৫ জন বিহারের বাসিন্দা। শুক্রবার সকালে পাটনা বিমানবন্দরে এসে পৌঁছন সেই ৫ জন শ্রমিক। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিহারের শ্রম মন্ত্রী সুরেন্দ্র রাম।
কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিহারকে বিশেষ মর্যাদার দাবি জানিয়ে বিহারের শ্রম মন্ত্রী সুরেন্দ্র রাম বলেছেন, “মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী মানুষকে সরকারি চাকরি দিচ্ছেন এবং আরও চাকরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিহারের প্রতিটি নাগরিক এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি করছে এবং বিহার যদি বিশেষ মর্যাদা পায়, তাহলে বড় শিল্পপতিরা বিনিয়োগ করবে বিহারে এবং যুবকরা বিহারেই চাকরি পাবে।”