পুণে, ১ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পুণে শহরে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। শুক্রবার ভোর ৫টা নাগাদ পুনে জেলার পুণে-নাসিক মহাসড়কের মানচরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক এবং একটি জিপের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত পাঁচজনকেই মানচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন সকালে ঘন কুয়াশার কারণে সাতানা থেকে পুণেগামী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মানচর এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় জীপ চালক পঙ্কজ খান্ডু জগতাপ (৩৬), মধুকর তুকারাম আহিরে( ৫২) এবং শান্তরাম সম্ভাজি আহিরের মৃত্যু হয়। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। আহতদের সকলেরই মানচর উপজেলা হাসপাতালে চিকিৎসা চলছে।

