ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। শক্তিশালী রেলওয়েজের বিরুদ্ধে আসরের পঞ্চম ম্যাচ আগামীকাল খেলতে নামছে ত্রিপুরা। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট স্টেডিয়ামের ২ নং মাঠে হবে ম্যাচটি। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। আসরে ৪ ম্যাচ খেলে দুদলই দুটি করে ম্যাচে জয় পেয়েছে। ত্রিপুরার বিরুদ্ধে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে রেলওয়ে। কারন উপেন্দ্র যাদবের দলের ব্যাটিং গভীরতা ভালো। শেষ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধেও ২৯৪ রান করেছিলো। অপরদিকে শেষ ম্যাচে কেরলকে অল্প রানে আটকালেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিলো ত্রিপুরাকে। রেলওয়ের বিরুদ্ধে মাটে নামার আগে ওই একটা জায়গা নিয়েই দুশ্চিন্তায় ত্রিপুরা শিবির। ওপেনার পল্লব দাস এবং ঋদ্ধিমান সাহা একটি ম্যাচেও রান পাননি। ফলে চাপ বাড়ছে দলের অন্য ক্রিকেটারদের উপর। ওপেনার সমস্যায় বসানো যাচ্ছে না পল্লবকে। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা প্রথম ৩ ম্যাচের জন্য দল ঘোষনা করলেও পরিবর্তন আনছেন না। ফলে ইচ্ছা না থাকা সত্বেও খেলানো হচ্ছে পল্লবকে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। রেলওয়ের বিরুদ্ধে টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে।
2023-11-30