সুরাট, ৩০ নভেম্বর (হি. স.) : গুজরাতের সুরাটে শচীন জিআইডিসিতে অবস্থিত রাসায়নিক সংস্থা আথার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৭ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলো ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় ২৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৮ জন শ্রমিক ৭০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে, তারা সবাই হাসপাতালে জীবনযুদ্ধে লড়ছেন।
সুরাটের পুলিশ ডেপুটি কমিশনার রাজেশ পারমারের মতে, কোম্পানিতে কর্মরত ৭ জন কর্মচারীর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে প্রথমে ৬ ও পরে ১ জন কর্মচারীর দেহ উদ্ধার করা হয়। মৃত কর্মচারীদের নাম হল দিব্যেশ কুমার প্যাটেল, সন্তোষ বিশ্বকর্মা, সনৎ কুমার মিশ্র, ধর্মেন্দ্র কুমার, গণেশ প্রসাদ, সুনীল কুমার এবং অভিষেক সিং।
তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টো নাগাদ শচীন জিআইডিসিতে অবস্থিত রাসায়নিক কোম্পানি আথার ইন্ডাস্ট্রিজে কোনো কারণে একটি স্টোরেজ ট্যাঙ্কার ফেটে আগুন লাগে। কোম্পানিতে কর্মচারীরা তিন শিফটে এবং একটি সাধারণ শিফটে কাজ করেন। দুর্ঘটনার সময় কোম্পানিতে দেড় শতাধিক কর্মচারী ও শ্রমিক কর্মরত ছিলেন।

