আত্মনির্ভর ত্রিপুরা গড়ায় রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য : কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ নভেম্বর : আত্মনির্ভর ত্রিপুরা গড়ায় রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য । আজ কৃষি দপ্তর আজ বেলবাড়ি কৃষি উপবিভাগের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।

এদিন শ্রী নাথ বলেন, রাজ্য সরকার চাইছে চাষযোগ্য কোনো জমিই যেন খালি পড়ে না থাকে। কৃষিকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার মাধ্যমেই ঘটবে কৃষির উন্নতি আর কৃষকের কল্যাণেই গড়ে উঠবে সমৃদ্ধশালী রাজ্য। তাঁর কথায় ,আত্মনির্ভর ত্রিপুরা গড়ায় রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যেই কাজ করছে কৃষি দপ্তর।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, টাকারজলা ও মান্দাইয়ের বিধায়ক বিশ্বজিৎ কলই এবং স্বপ্না দেববর্মা সহ অন্যান্যরা। পাশাপাশি এমআইডিএইচ এবং এসএমএএম প্রকল্পে কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।