সরকারের চিন্তাভাবনা ও কর্ম নীতির পরিবর্তন দেশে অবিশ্বাস্য পরিবর্তন এনেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.) : সরকারের চিন্তাভাবনা ও কর্ম নীতির পরিবর্তন দেশে অবিশ্বাস্য পরিবর্তন এনেছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমলাতন্ত্র একই, জনগণও একই, তবুও, যখন দরিদ্রদের অগ্রাধিকার দেওয়া হয়, তখন সবকিছু বদলে যেতে শুরু করে এবং ভারত গতিশীলভাবে এগিয়ে যায়।” রোজগার মেলার অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৫০ হাজারের বেশি নতুন নিয়োগপ্রাপ্তদের চাকরির নিয়োগপত্র বিতরণ করেছেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত সরকার দেশের লক্ষাধিক যুবককে চাকরি দেওয়ার অভিযান চালিয়ে যাচ্ছে। আজ ৫০ হাজারের বেশি নিয়োগপ্রাপ্তকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। এই নিয়োগপত্র আপনাদের পরিশ্রম ও মেধার ফসল। আমি আপনাদের এবং আপনাদের পরিবারকে অনেক অভিনন্দন জানাই।” প্রধানমন্ত্রীর কথায়, “ভারত সরকারের কর্মচারী হিসেবে আপনাদের সবাইকে বড় দায়িত্ব পালন করতে হবে। আপনারা যে পদেই থাকুন না কেন, যে ক্ষেত্রেই কাজ করুন না কেন, আপনাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত দেশবাসীর জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে সমতার নীতিকে উপেক্ষা করা হয়েছে। ২০১৪ সালের আগে, সমাজের একটি বড় অংশ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। ২০১৪ সালে যখন দেশ আমাদের সেবা করার সুযোগ দিয়েছিল এবং সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছিল, আমরা প্রথমে ‘অবঞ্চিতদের অগ্রাধিকার’ মন্ত্র নিয়ে এগিয়ে যেতে শুরু করি।” মোদী বলেছেন, “ভারত সরকারের নীতি ও সিদ্ধান্ত এখন দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান ভারতের বৃদ্ধির হার নিয়ে খুবই ইতিবাচক।”