ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। ঠিক ১০ দিনের মাথায় আরও একটি স্বর্ণপদক পেলো ত্রিপুরার তানিয়া। ত্রিপুরার নাম আবারও উজ্জ্বল করল জাতীয় আসরে। এবার ইম্ফলে আয়োজিত ইস্ট ইন্ডিয়া খেলো ইন্ডিয়া মহিলা লীগ জুডো চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার তানিয়া দাস প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতে নিয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই খেলো ইন্ডিয়া আসরে আজ তানিয়া সাব-জুনিয়র গ্রুপে এই সাফল্য পেয়েছে। আগামীকাল ক্যাডেট গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত ১৮ নভেম্বর স্বর্ণ পদক পেয়েছিল ত্রিপুরার তানিয়া দাস। অনূর্ধ্ব-১৪ বালিকাদের জুডো প্রতিযোগিতায়। জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিত জাতীয় স্কুল জুডো প্রতিযোগিতায়। ১০ দিনের ব্যবধানে দু-দুটো স্বর্ণ পদক জয় করে উদয়পুরের ভগিণী নিবেদিতা জুডো সেন্টারে প্রশিক্ষণরত ওই জুডোকারটি দারুন নজর কেড়েছে। উদয়পুরের ভগিণী নিবেদিতা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তানিয়ার জুডোতে হাতেখড়ি মাত্র আড়াই বছর আগে। ওই সময়ে সেন্টারের কোচ তথা সহকারি ক্রীড়া আধিকারিক মিহির শীলের হাত ধরে। রাজ্য এবং জাতীয় আসরে দুর্দান্ত পারফরম্যান্স করার পর মাত্র দেড় মাস আগে ভূপালে এন সি ও-তে ভর্তি হয় সে। তানিয়ার পারফরম্যান্সে খুশি প্রাক্তন কোচ মিহির শীল। বলেন,”তানিয়া লম্বা রেসের ঘোড়া। আগামীদিনে রাজ্যকে আরও পদক এনে দেবে।” একদিন দেশের হয়েও প্রতিনিধিত্ব করবে বলে ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা।
2023-11-29