হাইকোর্টেও রূপকের আগাম জামিনের আবেদন খারিজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। আবারও আগাম জামিনের আবেদন খারিজ হলো রাজ্য ক্রীড়া জগতে বিতর্কিত নাম রূপক দেবরায়ের। এবার জামিনের আবেদন উঠেছিল ত্রিপুরা হাইকোর্টে। সেখানেও মহামান্য আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপক দেবরায়ের বিরুদ্ধে প্রচুর অর্থ নয় ছয় এবং প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তি ধরে ত্রিপুরা হাইকোর্টের পিপি রাজু দত্ত, আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানান। এদিকে থানায় জারি করা এফ আই আর-এর ভিত্তিতে পুলিশ রূপক দেবরায়ের তল্লাশি জারি রেখেছেন। এক সময় রূপক দেবরায় নিখোঁজ বলেও পুলিশ থেকে জানানো হয়েছিল। সম্প্রতি অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম থেকেও রূপক দেবরায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাজ্য প্রশাসনকে তার সংস্থাগুলো অবৈধ এবং বেআইনি ঘোষণা করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি দোষীদের শাস্তি বিধানেও আবেদন করা হয়েছে। উচ্চ আদালতে রূপক দেব রায়ের আগাম জামিন নাকচ হয়ে যাওয়ায় এবার হয়তো রূপক দেবরায় আত্মসমর্পণ করতে বাধ্য হবেন বলে ক্রীড়া মহলের একাংশের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *