লখনউ, ২৮ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশ বিধানসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক আশুতোষ ট্যান্ডনের মৃত্যুতে শোক জানিয়ে শুরু হয় উত্তর প্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশন। আশুতোষকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অধিবেশন শুরু হওয়ার আগে এদিন ফলপ্রসূ আলোচনায় অংশ নিতে বিরোধীদের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার প্রাক্কালে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “যে অধিবেশন শুরু হতে চলেছে, সরকার বিরোধীদের মুখোমুখি হতে চায় না। সরকার বিরোধী দলের প্রশ্ন থেকে পালাতে চায়…সরকার জনগণের প্রশ্ন থেকে পালাতে চায়, সেই কারণেই এই অধিবেশনের মেয়াদ খুব কম করা হয়েছে।”