২৭ নভেম্বর মুম্বই সফরে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি, একদিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে ধনখড়ের

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ২৭ নভেম্বর, মুম্বই সফরে যাচ্ছেন। একদিনের মুম্বই সফরে ওই দিন বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন উপ-রাষ্ট্রপতি ধনখড়। জৈন ধর্মের আধ্যাত্মিক গুরু ও দার্শনিক শ্রীমৎ রাজচন্দ্রজীর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথিরূপে উপস্থিত থাকবেন। প্রধান অতিথির পদ অলঙ্কৃত করে অনুষ্ঠানে বক্তব্যও রাখতে পারেন উপ-রাষ্ট্রপতি।

এই উপলক্ষে উপ-রাষ্ট্রপতি শ্রীমদ রাজচন্দ্রজির ম্যুরালও উন্মোচন করবেন। শ্রীমৎ রাজচন্দ্রজি মহারাষ্ট্রের মোরবি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৭ বছর বয়সে নিজের পূর্ববর্তী জন্মগুলির বিভিন্ন ঘটনা বলতে পারতেন। জৈনধর্মের বিবিধ বাণী প্রচার এবং গান্ধীজির আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবেও খ্যাত ছিলেন রাজচন্দ্রজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *