একবিংশ শতাব্দীর অন্যতম বড় চ্যালেঞ্জ ”জল সুরক্ষা” : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): একবিংশ শতাব্দীর অন্যতম বড় চ্যালেঞ্জ ”জল সুরক্ষা”। রবিবার মাসিক মন-কি-বাত অনুষ্ঠানে এই উদ্বেগের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “একবিংশ শতাব্দীর অন্যতম বড় চ্যালেঞ্জ হল ”জল সুরক্ষা”। জল সংরক্ষণ জীবন বাঁচানোর চেয়ে কম নয়।”

মন-কি-বাত অনুষ্ঠানে ভোকাল ফর লোকাল প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “ভোকাল ফর লোকাল অভিযানের সাফল্য উন্নত ও সমৃদ্ধ ভারতের জন্য দরজা খুলে দিচ্ছে। এটি দেশের অর্থনীতিকে শক্তি যোগায়… এটি দেশের সুষম উন্নয়নের নিশ্চয়তা প্রদান করে। বিশ্ব অর্থনীতিতে উত্থান-পতন থাকলেও ভোকাল ফর লোকাল মন্ত্র আমাদের অর্থনীতিকেও বাঁচায়।”
নগদহীন লেনদেনের উত্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই নিয়ে দ্বিতীয় বছর, যখন দীপাবলি উপলক্ষে নগদ অর্থ প্রদানের প্রচলন ধীরে ধীরে কমেছে…জনসাধারণ আরও বেশি করে ডিজিটাল পেমেন্ট করছেন, ডিজিটাল বিপ্লবের সাফল্য এটিকে সম্ভব করেছে। “