নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার সংবিধান দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ডঃ বি আর আম্বেদকরের একটি মূর্তি উন্মোচন করেছেন। আম্বেদকরের এই মূর্তিটি ৭ ফুটের বেশি লম্বা।
রবিবার ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল হাত জোড় করে ডঃ বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। উপস্থিত সকলে রবিবার সকালে ৭ ফুটের বেশি লম্বা ভাস্কর্যে ফুল দিয়ে ভারতীয় সংবিধান শ্রষ্ঠার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সুপ্রিম কোর্ট চত্বরে ভারতীয় সংবিধান শ্রষ্ঠার মূর্তি উন্মোচনের পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সিজেআই চন্দ্রচূড় গাছের চারা রোপণ করেন।