থানে, ২৫ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় একটি বহুতলে আগুন লেগে প্রাণ হারালেন একই পরিবারের দু”জন সদস্য। বহুতলের প্রথম তলায় আগুন লাগে, এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন দু”জন। শনিবার থানের ঘোডবন্দর রোডের ধারে অবস্থিত বহুতলে আগুন লাগে। আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার ভোরে থানের ঘোডবন্দর রোডের ধারে অবস্থিত একটি বহুতলের প্রথম তলায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে দু”জনের মৃত্যুর পাশাপাশি ৩ জন আহত হয়েছেন। পরে দমকল কর্মীর পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
এদিকে, শনিবার সকালেই থানের মুম্বরা এলাকায় অবস্থিত একটি বাতিল সামগ্রীর দোকানে আগুন লাগে। সিলিন্ডার বিস্ফোরণের জেরে ওই বাতিল সামগ্রীর দোকানে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৩ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

