নিউটাউনে পুকুর থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিউটাউন, ২৫ নভেম্বর (হি.স.) : নিউ টাউন হাতিয়ারা ঝিলবাগান পূর্বাচলের কাছে একটি পুকুর থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুর ১২টা নাগাদ এলাকার মানুষজন পুকুরে মৃতদেহ ভাসতে দেখেন। এলাকাবাসী দ্রুত ইকোপার্ক থানায় খবর দেয়। তাঁরা এসে দেহ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে খবর, আধিকারিকরা ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করেছেন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হবে। তবে সেই রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ কী।

২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ বলেন, “পাড়ার লোকেরা ফোন করেছিল। তখন দেখলাম মাঝ বয়সী একটি লোকের মৃতদেহ ভাসছে পুকুরে। আমি এসে দেরী না করে ইকোপার্ক থানার পুলিশকে খবর দিই। যেহেতু জলে ভাসছিল তাই আঘাতের চিহ্ন বুঝতে পারিনি। সবটাই ময়নাতদন্তের পর জানা যাবে।”