সামশেরগঞ্জ, ২৫ নভেম্বর (হি.স.) : মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হাসুপুরে ফিডার ক্যানেল সংলগ্ন একটি জঙ্গল থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
এদিন সকালে বোমাগুলি প্রথমে দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশে। খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে আসে পুলিশ। যে জায়গায় বোমাগুলি পাওয়া গিয়েছে সেই গোটা জায়গাটিই ঘিরে ফেলা হয়েছে। খবর গিয়েছে বোম্ব স্কোয়াডের কাছেও। বোমার উৎস সন্ধানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়েও সামশেরগঞ্জে আম বাগানের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল বোমা। ষষ্ঠীর সকালে সামশেরগঞ্জ থানার খেজুরতলা এলাকা থেকে দুই বালতি বোমা উদ্ধার করেছিল পুলিশ। এবার ফের উদ্ধার হল বোমা।