জয়পুর, ২৫ নভেম্বর (হি.স.) : কংগ্রেস সরকার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে, জনগণের কাছ থেকে উপযুক্ত জবাব পাবে, বলে শনিবার চিতোরগড়ে নির্বাচন চলাকালে একথা সাংবাদিকদের উদ্দেশে বিজেপি প্রধান সি পি যোশি বলেন।
রাজস্থানের বিজেপির সভাপতি সি পি যোশি শনিবার কংগ্রেস সরকারকে আক্রমণ করে বলেন, কংগ্রেস রাজস্থানে তাঁদের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাঁরা দুর্নীতিতে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেছেন যোশি। তিনি চিতোরগড়ে এদিন জানান, বিধানসভা নির্বাচনে মানুষ কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবে। ক্ষমতায় আসার পর কংগ্রেস তাঁর প্রতিশ্রুতি ভুলে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের অটুট বিশ্বাস রয়েছে কারণ তিনি যা বলেন তাই করেন।

