সিল্কিয়ারা টানেল থেকে শিগগিরই সব বাধা দূর করে শ্রমিকদের বের করা হবে : ধামি

দেহরাদূন, ২৪ নভেম্বর (হি.স.) : উত্তরকাশির সিল্কিয়ারা টানেল থেকে খুব দ্রুতই সব বাঁধা-বিপত্তি দূর করে শ্রমিকদের বের করা আনা হবে বলে জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শুক্রবার সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লিখেছেন, “সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের শীঘ্রই সব বাঁধা দূর করে নিরাপদে বের করে আনা হবে। উদ্ধার অভিযান চলছে এবং আমরা সকলে শীঘ্রই সকল বাধা অতিক্রম করে সকল শ্রমিক ভাইদের নিরাপদে বের করে আনার চেষ্টা করছি।” তিনি নিজে ত্রাণ ও উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন।