নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.) : আগামী ৩০ নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রসংঘের জলবায়ু আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পয়লা নভেম্বর দুবাইতে জাতিসংঘের জলবায়ু আলোচনায় যোগ দেবেন। এই আলোচনার মাধ্যমে তিনি ভারতের জলবায়ু কার্যের কথা তুলে ধরে একটি জাতীয় বিবৃতি দেবেন, শুক্রবার সূত্র মারফত এই তথ্য জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী ৩০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত পৌঁছোবেন। ১-২ ডিসেম্বর জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সরকার, সুশীল সমাজ, ব্যবসায়ী, যুব আদিবাসীদের সংগঠন, ফ্রন্টলাইন সম্প্রদায়, বিজ্ঞান এবং অন্যান্য সেক্টরের নেতারা জলবায়ু অ্যাকশন স্কেল করার লক্ষ্যে কর্ম ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

