ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার থেকে। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও দূর দূরান্ত রাজ্য থেকে আগত খেলোয়ারদের কিছুটা সময় দেওয়া হয়েছে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। শুক্রবার থেকে আর্টিস্টিক রিদমিক পর্যায়ের প্রাথমিক গ্রুপের প্রতিযোগিতা শুরু হলেও আগামীকাল থেকে সূচনা হবে পদক বিজয় এর লড়াই। উল্লেখ্য, সারা দেশ থেকে ২৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৪৩৬ জন যোগা খেলোয়াড় এবং অফিসিয়াল এতে অংশ নিয়েছেন। তার মধ্যে বালক ১৭১ জন এবং বালিকা ১৭১ জন। অফিসিয়াল হিসেবে এসেছেন ৯৪ জন। প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বের জন্য খেলোয়ারদের বাছাই করে নেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৯ টা থেকে সুচি অনুযায়ী মূল পর্বের প্রতিযোগিতা শুরু হবে। রিদমিক, আর্টিস্টিক এবং গ্রুপ তিনটি ইভেন্ট ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
2023-11-24