ধর্মনগরে তিপ্রা মথা দলের সুরসুরি দেওয়ার চেষ্টা, প্রচেষ্টা ব্যর্থ

ধর্মনগর, ২৪ নভেম্বর: শান্তির শহর ধর্মনগরে রাজ্যের বিরোধীদল বলে বিবেচিত তিপ্রা মথা পরোক্ষে এখানকার শান্তি-শৃঙ্খলার পরিবেশকে ব্যাঘাত করার সুরসুরি দিতে শুরু করেছে। রাজ্যের অন্যান্য জায়গায় মথা দলের একটা প্রভাব পরিলক্ষিত হলেও ধারণা করে তা এখনো সম্পূর্ণরূপে মানুষের কাছে অপরিচিত নাম বলে বিবেচিত।

তাই ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় বেশ কিছু জনজাতি ছাত্র-ছাত্রী রয়েছে তাদেরকে দিয়ে দলের ভিতকে ধর্মনগরে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু সচেতন ছাত্র-ছাত্রীদের কারণে বৈষম্যমূলক রাজনীতি সৃষ্টি করা আপাতত সম্ভব হয়নি। ঘটনার বিবরণে জানা যায় বেশ কিছুদিন যাবৎ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের জনজাতি ছাত্র-ছাত্রীদের একত্রিত করে এই প্রয়াস চালানো হচ্ছিল।

যার ফলস্বরূপ বৃহস্পতিবার উদ্ধাতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে মথার একটা বিশেষ সভার আয়োজন করা হয়। দুপুর একটা থেকে মহাবিদ্যালয়ের কক্ষে জনজাতিদের জমায়েত হতে শুরু করে দেখে এবিভিপি আতঙ্কিত হয়ে পড়ে। কারণ কখনো পূর্বে ধর্মনগরে এরূপ ঘটনা ঘটেনি। তাই এ বি ভি পি এর ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে তারা মথার নামে যেসব জনজাতিরা জমায়েত হয়েছিল তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। চ্যালেঞ্জের মুখে জনজাতি ছাত্রছাত্রীরা মথার নামে যে জমায়েতের সৃষ্টি করেছিল তারা ছত্রভঙ্গ হয় পালিয়ে যায়। তাই আপাতত একটা ভয়ংকর পরিস্থিতি থেকে ধর্মনগর কে মুক্ত করার পাশাপাশি একটা বিভেদ মূলক রাজনীতির পরিবেশ থেকে আপাতত রক্ষা করে। কারণ ধর্মনগরের পরিবেশ এখনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক ঐক্যের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *