আগরতলা, ২৪ নভেম্বর : এফ এম চ্যানেলকে পুনরায় চালু করা সহ ৬ দফা দাবিতে সরব হয়েছে এফ এম শ্রোতারা। আজ অল ইন্ডিয়া রেডিও- এর অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা। অতিসত্বর তাঁদের দাবি পূরণ না হয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।
জনৈক শ্রোতা জানিয়েছেন, এইভাবে একের পর এক ভাষা চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হলে আগামী দিনে ভাষা চর্চা করার জন্য কোনো চ্যানেল থাকবে ন। তাই ৬ দফা দাবি আদায়ের লক্ষে তাঁরা সরব হয়েছেন।
তাঁদের দাবিগুলি হল , এফ এম চ্যানেলকে পুনরায় চালু করা হোক। ককবরক অনুষ্ঠানের সময় বৃদ্ধি, ককবরক সালকাম পানদাকে সপ্তাহে ২ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করা এবং বিকেল ৮ টায় ককবরক অনুষ্ঠানকে সন্ধ্যা ৬ টায় করা হোক।