কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন থেকে বক্তব্য রাখার সময় আরএসএস নিয়ে মুখ খুলে বিশেষ অনুরোধ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করার পাশাপাশি আরএসএস ইস্যুতে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমার চোখ-কান একটু বেশি চলে। ছট পুজোর দিন অনুষ্ঠানে যোগ দিতে আমি ঘাটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আরএসএস ক্যাম্প করে বসে রয়েছে।’
মমতা বলেন, ‘আপনি ধর্ম করুন, আমার কোনও আপত্তি নেই। একটা অনুরোধ, যে দু’জন লোক ভারতের সব থেকে বেশি ক্ষতি করেছে, দয়া করে তাঁদের সমর্থন করবেন না। আপনারা অনেক সময় অনেককে সমর্থন করেছেন। আপনাদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। কিন্তু এই দুটো লোককে আর সমর্থন করবেন না।’
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ‘সুসম্পর্ক’-র অভিযোগ তুলে বারবার খোঁচা দিতে শোনা যায় সিপিএম-কংগ্রেসের মতো বিরোধী দলগুলিকে। এক্ষেত্রে ‘দুটো লোক’ বলে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাই মমতা বলতে চেয়েছেন বলে মত রাজনৈতিক মহলের।

