প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত তামিলনাড়ুতে; ৬টি জেলায় বন্ধ স্কুল ও কলেজ, বর্ষণ কেরলেও

চেন্নাই, ২৩ নভেম্বর (হি.স.): প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তামিলনাড়ুর নানা প্রান্তে। অবিরাম বৃষ্টিপাতের জন্য বৃহস্পতিবার তামিলনাড়ুর ৬টি জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজ। তামিলনাড়ুর পাশাপাশি বৃষ্টিতে ভিজছে দক্ষিণ ভারতের রাজ্য কেরলও। ব্যাপক বৃষ্টির কারণে বিরুধুনগর কালেক্টর ভিপি জয়সীলান বৃহস্পতিবার বিরুধুনগর জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছেন। অবিরাম বৃষ্টির কারণে তিরুনেলভেলি, থুথুকুডি, কন্যাকুমারী, টেনকাসি এবং পুদুকোট্টাই-এর সংশ্লিষ্ট জেলা কালেক্টররাও ছুটির ঘোষণা করেছেন।

বৃহস্পতিবারও তিরুচিরাপল্লীর কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে নীলগিরি জেলাতেও, এই জেলায় অনেক বাড়িতে বৃষ্টির জল ঢুকে গিয়েছে। জলমগ্ন না হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিপাতের মধ্যেই মেট্টুপালিয়াম এবং কুনুরের মধ্যে বারলিয়ারের কাছে বুরলিয়ারে একটি বিশালাকার গাছ ভেঙে বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। কেরলের তিরুবনন্তপুমেও এদিন ভারী বৃষ্টি হয়েছে।