নিজেদের ইস্তেহারে কংগ্রেসের প্রকল্প অনুলিপি করেছে বিজেপি : অশোক গেহলট

জয়পুর, ২৩ নভেম্বর (হি.স.): বিজেপিকে কটাক্ষ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। বৃহস্পতিবার জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে অশোক গেহলট দাবি করেছেন, নিজেদের ইস্তেহারে কংগ্রেসের প্রকল্প অনুলিপি করেছে বিজেপি। অশোক গেহলট বলেছেন, “আমরা নিজেদের ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি তা নিয়ে মানুষ উৎসাহী। বিজেপির ইস্তেহারে মানুষ হতাশ৷”

বিজেপিকে নিশানা করে অশোক গেহলট আরও বলেছেন, “এই লোকেরা যেভাবে ষড়যন্ত্র করে, সম্প্রতি মহাদেব অ্যাপের বিষয়টি সামনে এসেছিল, এবং তারা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে গ্রেফতার করার ষড়যন্ত্র করেছিল…আমি দুঃখিত…মহাদেব অ্যাপ এবং লাল ডায়েরি নিয়ে প্রধানমন্ত্রীকে কথা বলছেন। কোনও সঠিক তদন্ত নেই, কিছুই পোক্ত নয় এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলছেন…তাকে (ভুপেশ বাঘেল) গ্রেফতার করার ষড়যন্ত্র ছিল…ইডি এবং আইটি রাজস্থানে ৫০ বার অভিযান চালিয়েছে, কোনও রাজনীতিবিদ অথবা আমলা কি ধরা পড়েছে?” অশোক গেহলট বলেছেন, ২৫ নভেম্বরের পর বিজেপি রাজস্থানে মুখ দেখাতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *