কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : ‘পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানেই ঝামেলা। পাপে কখনও বাপেরেও ছাড়ে না। এত ভীতুর দল দেখিনি।’ মোদী-শাহর নাম না করে তাঁদের তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় তিনি বলেন, ‘‘আমি এখনও বলছি, বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হত ইন্ডিয়া অবশ্যই জিতত।“ আমাদের ছেলেরা এত ভালো খেলাধূলায়। অথচ সব খেলোয়াড়দের গেরুয়া পরিয়ে দিল। এমনকী নাকি এও বলে দিয়েছিল খেলার সময়ও গেরুয়া পরতে হবে। নীল পরা যাবে না। খেলোয়াড়দের আপত্তিতে সেটা হয়নি। তাও দেখবেন নীলের মাঝে একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে।’
এই প্রথম নয়, এর আগেও বিরাট রোহিতদের গেরুয়া জার্সি নিয়ে আপত্তির কথা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। শুধু মমতা নন, তৃণমূল বিধায়ক ও কলকাতা মেয়র ফিরহাদ হাকিমও একই সুরে আক্রমণ শানিয়েছিলেন। ইডেন বা ওয়াংখেড়েতে ম্যাচ হলে ভারতে হারত না এমন মন্তব্য শোনা যায় এক রাহুল গান্ধীর মুখেও। সমগোত্রীয় মন্তব্য করেছেন সিপিএমের মহম্মদ সেলিমও।
লোকসভা ভোটের আগে কেন্দ্রকে আক্রমণের সুর কার্যত নির্দিষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের নির্দেশ দিলেন, ‘যা বলছি, পয়েন্টগুলো লিখে নিন। পরে মনে থাকবে না। ব্লকে ব্লকে গিয়ে বার বার এই কথাগুলোই বলতে হবে। তৃণমূলকে বার বার চোর বলে অপমান করা তা চলবে না।’