ব্যাঙ্গালুরুতে বিজয় হাজারে ট্রফি ত্রিপুরা-ওড়িশা ম্যাচে শুরু কাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।। বৃহস্পতিবার অভিযান শুরু করছে ত্রিপুরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা খেলবে ওড়িশার বিরুদ্ধে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর কিনা স্পোর্টস এরিনা মাঠে হবে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে বুধবার শেষ প্রস্তুতি সেরে নেন ঋদ্ধিমান সাহা-‌রা। এদিন সকালে ওভাল মাঠে প্রায় সাড়ে ৩ ঘন্টা অনুশীলন করেন মণিশঙ্কর মুড়াসিং-‌রা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘসময় ব্যাটসম্যান-‌রা কাটান। ওড়িশার বিরুদ্ধে ৬ ব্যাটসম্যান, ৪ অলরাউন্ডার এবং ১ জন স্পিনাপর নিয়ে প্রথম একাদশ গড়ার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। যতটুকু খবর ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করবেন বিক্রম কুমার দাস এবং পল্লব দাস। এরপর যথাক্রমে আসবেন সুদীপ চ্যাটার্জি, দলনায়ক ঋদ্ধিমান সাহা, গনেশ সতীশ এবং  রজত দে। অলরাউন্ডার হিসাবে খেলবেন মণিশঙ্কর মুড়াসিং, অভিজিৎ সরকার, শুভম ঘোষ এবং রাণা দত্ত। স্পিনার হিসাবে থাকবেন পারভেজ সুলতান। আসরে ভালো ফলাফল করতে ওড়িশা ম্যাচকেই বেশী গুরুত্ব দিচ্ছে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। সকলেই বিশ্বাস করেন, আসরের প্রথম ম্যাচে জয় পেলেই মনোবল বেড়ে যাবে গোটা দলের ক্রিকেটারদের। প্রথম ম্যাচের পর ২৫ নভেম্বর সিকিম, ২৭ নভেম্বর সৌরাষ্ট্র, ২৯ নভেম্বর কেরল, ১ ডিসেম্বর রেলওয়ে, ৩ ডিসেম্বর মুম্বাই এবং ৫ ডিসেম্বর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে পুদুচেরীর বিরুদ্ধে। ত্রিপুরা দলের ম্যানেজার পিক্লু রায় ব্যাঙ্গালুরু থেকে টেলিফোনে বলেন,”দলের প্রতিটি ক্রিকেটার মুখিয়ে রয়েছে আসরের প্রথম ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়তে। যাতে পরের ম্যাচের আগে মনোবল বেড়ে যায়”।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *