বাঁকুড়া, ২২ নভেম্বর (হি.স.) : হাসপাতালে গিয়ে যক্ষা রোগীদের পুষ্টিকর খাবার প্রদান করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার। বুধবার সকালে তিনি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের অমরকানন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাজির হন।
স্বাস্থ্য কেন্দ্রে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি যক্ষা রোগীদের সাথে মিলিত হন। তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেওয়ার সাথে সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।তাদের সাথে মতবিনিময় করেন।অনুষ্ঠানে স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক, চিকিৎসক রাও যোগদান করেন। এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর এই মানবিক দৃষ্টিভঙ্গিতে সকলেই আপ্লুত। মূলত দীর্ঘদিন অপুষ্টি জনিত কারণে যক্ষা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়।