প্রধানমন্ত্রী মোদী হিংসা কবলিত মণিপুরে যাননি কিন্তু আহমেদাবাদে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন : রাজস্থানে প্রিয়াঙ্কা

জয়পুর, ২২ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী মোদী হিংসা কবলিত মণিপুরে যাননি কিন্তু আহমেদাবাদে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন বলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা, বুধবার তিনি রাজস্থানের জয়পুর জেলার শাহপুরায় এক সমাবেশে ভাষণে একথা বলেন।

প্রিয়াঙ্কা বঢরা এদিন জনসভায় ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ক্রিকেট ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন, কারণ তিনি ভারত জিতলে, সেই কৃতিত্বের ভাগীদার হতে চেয়েছিলেন। কিন্তু সঙ্কটগ্রস্থ মণিপুরে যাননি। ২৫ নভেম্বর বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানের জয়পুর জেলার শাহপুরায় একটি সমাবেশে এদিন তিনি ভাষণ দিচ্ছিলেন। বক্তৃতায় প্রিয়াঙ্কা বলেন, মোদী নিজেকে ফকির বলে দাবি করেন, কিন্তু আপনারা জিজ্ঞাসা করুন কিভাবে বিজেপি তাঁর শাসনে সবচেয়ে ধনী দল হয়ে উঠল। প্রিয়াঙ্কা বিজেপিকে আক্রমণ করে বলেন, মণিপুর প্রায় সাত মাস ধরে জাতিগত হিংসায় ডুবে রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী সেখানে যাননি। পরিবর্তে, তিনি ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন।