পিলিবাঙ্গা (রাজস্থান), ২০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস যেখানেই ক্ষমতায় থাকে, তাঁরা শুধুমাত্র দুর্নীতি ও স্বজনপ্রীতিকেই প্রাধান্য দেয়। কংগ্রেসকে কটাক্ষ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজস্থানের পিলিবাঙ্গায় এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস কখনই আপনাদের (জনগণ) প্রয়োজন নিয়ে চিন্তিত নয়। এখন কংগ্রেসও রাজস্থানে মাদক চোরাকারবারীদের উৎসাহ প্রদান করছে।” মোদীর কথায়, “একদিকে আপনাদের সেবকের সেবার মনোভাব, অন্যদিকে রাজস্থানের কংগ্রেস সরকারের লুটপাট ব্যবস্থা। রাজস্থানের কৃষক, কর্মচারী এবং ব্যবসায়ীরা সবাই সততার সঙ্গে কর দিয়েছেন। কিন্তু বিনিময়ে তাঁরা পেয়েছেন জরাজীর্ণ রাস্তা-ঘাট, ড্রেন, বিদ্যুৎ-জলের অভাব, কোমর ভাঙা মুদ্রাস্ফীতি ও বেকারত্ব।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “২০১৪ সালের আগে সৎ করদাতাদের টাকা দুর্নীতিতে লুট করা হয়েছিল এবং দরিদ্র মধ্যবিত্তরা কিছুই পায়নি। রাজস্থানে গত ৫ বছরে যা ঘটেছে তার পুরো কাহিনী লাল ডায়েরিতে লেখা আছে। ডায়েরি লাল, শোষণ কালো।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “দরিদ্র কল্যাণ, জনকল্যাণ ও সবার মঙ্গল করার দেশে আমরা নতুন ঐতিহ্য গড়ে তুলেছি। দেশের করদাতা সততার সঙ্গে আয় করেন এবং তারপর সততার সঙ্গে কর দেন।”