ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে খ্যাতনামা বডিবিল্ডিং বিচারক মন্ডলী সরাসরি প্রতিযোগিতা মঞ্চে চলে এলেন। শুক্রবারের প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে রি-শিডিউল বিমানে একটু অসুবিধা হলেও আয়োজকদের প্রথমবারের মতো মিস্টার ত্রিপুরা বডিবিল্ডিং আসরের আয়োজন ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পূর্ণ। প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত এই “মিস্টার ত্রিপুরা” বডি বিল্ডিং প্রতিযোগিতার উদ্যোক্তা ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন। আগরতলায় নজরুল কলাক্ষেত্রে আজ, শনিবার প্রথমবারের মতো মিস্টার ত্রিপুরা ২০২৩ বডিবিল্ডিং এন্ড ম্যান ফিজিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনে যেন তারকাদের হাট বসেছিল। এই চ্যাম্পিয়নশিপে বহি:রাজ্য থেকে আন্তর্জাতিক বিচারকের একটি দল এসেছেন। পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুজন আন্তর্জাতিক পুরুষ বডি বিল্ডার আরমবাম ববি সিং ও জগন্নাথ খুন্তিয়া এবং একজন আন্তর্জাতিক মহিলা বডিবিল্ডার সবিতা বানিয়া। বিমান বিলম্বের কারণে একটু দেরিতে হলেও আন্তর্জাতিক জাজ টিমে তাশী অঙ্গমো লেপচা, নেপরাম কিষান সিং ও ভবজ্যোতি গোস্বামী এবং পেমা ওয়াঙ্গেল দর্জি ভুটিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। বিকেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, ত্রিপুরা পুলিশের এসপি ড. কিরন কুমার কে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, দপ্তরের উপ-অথিকর্তা তথা অলিম্পিয়ান দীপা কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন । প্রায় শতাধিক পুরুষ ও মহিলা অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতা মূলতঃ পুরুষ বিভাগের অনুষ্ঠিত হলেও মেয়েদের বিভাগের ক্ষেত্রে হয়েছে প্রদর্শনী মূলক। আয়োজক সংস্থার পক্ষ থেকে সভাপতি তনয় কুমার দাস ও সচিব সাঙ্কি সাহা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2023-11-18