জলপাইগুড়ি, ১৭ নভেম্বর (হি.স.) : জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। মৃতের নাম অশোক শীল (৫৫)। তিনি রাজগঞ্জ ব্লকের মহেন্দ্রনগরের বাসিন্দা ছিলেন। শুক্রবার সকালে রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অশোক শীল রং করার কাজ করতেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে সে বাড়ির বেডরুমে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা দেখতে পান অশোক শাড়িতে ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
এরপর পরিবারের লোকজন দ্রুত অশোককে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কি কারণে অশোক এই পদক্ষেপ নিলেন তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানা পুলিশ।

