আগরতলা, ১৭ নভেম্বর : উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে ত্রিপুরায় হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় ত্রিপুরার চার জেলায় লাল সর্তকতা এবং বাকি চার জেলায় বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে।
প্রসঙ্গত, গতকাল দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বিকেল থেকে ঝিরঝিরে বৃষ্টিপাত শুরু হয়েছিল। আজ ভোর থেকেই বৃষ্টির মাত্রা বেড়েছে। দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।
মৌসম বিভাগ জানিয়েছে, গতকাল থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আগরতলায় ৯.০৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসম বিভাগ সাথে আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা, ধলাই, গোমতী ও দক্ষিন ত্রিপুরা জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। বাকি চার জেলায় বজ্রবিদ্যুতের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।