আগরতলা, ১৭ নভেম্বর : ইন্দো-বাংলা আগরতলা সীমান্তে কর্তব্যরত অবস্থায় এক বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালের ওই ঘটনায় শানমুড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিকল্পিত খুন নাকি অন্য কিছু, রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ
রামনগর থানার ওসি সুবল দাস জানিয়েছেন, আজ সকালে থানায় খবর আসে সানমুড়া আগরতলা চেকপোস্টের পাশে কালভার্টের নিচে এক বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে আইজিএম হাসপাতালে ছুটে গিয়েছে পুলিশ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, মৃত ব্যক্তি বিএসএফের ৪২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান ঈশান চন্দ্ৰ ডোরা ছিলেন। তাঁর বাড়ি উড়িশায়। আগরতলা লঙ্কামুড়া বর্ডার আউট পোস্টে কর্মরত ছিলেন।