নালগোন্ডা, ১৬ নভেম্বর (হি.স.) : আয়কর আধিকারিকরা বৃহস্পতিবার তেলেঙ্গানার মিরিয়ালাগুডার বিআরএস বিধায়ক নাল্লামথু ভাস্কর রাওয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে।
আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে আয়কর আধিকারিকরা ভাস্কর রাও-এর বাড়িতে তল্লাশি অভিযান চালায়। জানা গিয়েছে, রাও-এর অফিস, তার বাসভবন এবং ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্কযুক্ত স্থানে অভিযান চালানো হয়। তেলেঙ্গানার মিরিয়ালাগুডার কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন তিনি।
২০১৪ সালে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। পরবর্তীকালে ২০১৮ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। রাও এসআর এবং বিজিএনআর কলেজে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে ১৯৬৯ সালে তেলঙ্গানা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।