ভাইফোঁটার দিন দিদির বাড়িতেই শুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভাইয়ের

ডায়মন্ডহারবার, ১৬ নভেম্বর (হি. স.) : ভাইফোঁটার দিন দিদির বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে খুন হলেন ভাই। নিহতের নাম মিঠুন সর্দার(২৮)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার কুলেশ্বর গ্রামে। মিঠুনের বাড়ি উস্তি থানার অন্তর্গত সাতঘরা গ্রামে। মিঠুনকে গুলি করে খুন করে তাঁর নিকট আত্মীয় পরেশ মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে পূর্ণিমার পরিবারের সাথে তাঁর ভাসুরদের বিবাদ রয়েছে। বুধবার রাতেও সেই বিবাদ নতুন করে শুরু হয়। শ্বশুরবাড়িতে অশান্তি চলছে বলে পূর্ণিমা তাঁর ভাইকে ফোন করে ডাকে। মিঠুন দিদির ফোন পেয়ে সেখানে গেলে দুপক্ষের মধ্যে বিবাদ আরও জোরালো হয়। সেই সময় পূর্ণিমাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত পরেশ। কিন্তু দিদিকে বাঁচাতে গিয়ে গুলি লাগে মিঠুনের। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল পরেশ। পুলিশ ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পরেশকে। সঠিক কি কারণে এই খুন সেটাও ক্ষতিয়ে দেখছে পুলিশ।