সিতাইয়ে প্রায় ২০ বিঘা জমির গাঁজা গাছ পোড়াল পুলিশ

সিতাই. ১৫ নভেম্বর (হি.স.): কোচবিহার জেলার সিতাই থানা এলাকায় অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ কেটে পোড়াল পুলিশ। বুধবার সিতাই থানার পুলিশ অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ কেটে পুড়িয়ে দিতে বিশেষ অভিযান চালায়।

এদিন সিতাই থানার আইসি প্রবীন প্রধানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন আবগারি ও ভূমি দফতরের আধিকারিকরা। সিতাই ব্লকের ব্রহ্মত্তরচাতরা গ্রাম পঞ্চায়েত এলাকার ৫৩৭ সিঙ্গিমারি গ্রামে এদিন প্রায় ২০ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয়। এই অভিযান ধাপে ধাপে চলতে থাকবে বলে আইসি প্রবীন প্রধান জানান। এবিষয়ে বিজেপির সিতাই বিধানসভার আহ্বায়ক দীপক রায়ের অভিযোগ, এরাজ্যে তৃণমূল সরকার কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। বহু প্রান্তিক গরিব মানুষ বাধা হয়ে অন্নসংস্থানের তাগিদে এপথে হাঁটে। প্রশাসনের একাংশের মদতেই গাঁজা চাষ হচ্ছে। অন্যদিকে, সিতাই ব্লকের তৃণমূল সহ সভাপতি শ্যামল গঙ্গোপাধ্যায় এর জবাবে জানান, এই অভিযোগ ভিত্তিহীন। বিজেপি অযথা তৃণমূলের অপপ্রচার চালাচ্ছে। প্রশাসন প্রশাসনের কাজ করছে।