ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরা দল। আগামী ১৮ ও ১৯ নভেম্বর নিউ দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন আয়োজিত জাতীয় সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। এই জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা রাজ্য থেকে ১৪ সদস্য বিশিষ্ট ত্রিপুরা ক্যারাটে দল অংশ নিতে যাচ্ছে। রাজ্য দলের খেলোয়াররা হলো: কাশনী কর, অপেক্সা সাহা, অগ্রিমা ভট্টাচার্য, মৃন্ময়ী সূত্রধর, দাস, শিবদৃতা রায়, সমর্পিতা দেব, সঞ্চালী রায়, রাজদীপ সিং, ত্রিনা দেবনাথ, অভিলাষা দেববর্মা, সায়ন সাহা, শিবরাম গৌড় টিম কোচ, বাপন চক্রবর্তী টিম কোচ কাম ম্যানেজার। ইতোমধ্যে রাজ্য দল রেলপথে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। রাজ্য সংস্থার তরফ থেকে অংশগ্রহণকারী খেলোয়ারদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে। সংস্থা থেকে এক প্রেস বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
2023-11-15

