কোচি, ১৪ নভেম্বর (হি.স.) : আলুভা নাবালিকা ধর্ষণ মামলায় একমাত্র অভিযুক্তকে মঙ্গলবার মৃত্যুদণ্ডের নির্দেশ দিল কেরল আদালত। মঙ্গলবার কেরলের এর্নাকুলাম পকসো আদালত আলুভাতে পাঁচ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ ও হত্যার জন্য আসাফাক আলমকে মৃত্যুদণ্ড দিয়েছে। ঘটনার প্রায় চার মাস পরে এই মামলার রায় বেরোলো।
আলমকে যৌন অপরাধ থেকে শুরু করে শিশুদের সুরক্ষা (পকসো) আইন, এবং ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এর পাঁচটি ধারার অধীনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রমাণ নষ্ট করার জন্য তাকে পাঁচ বছরের কারাদণ্ড, নাবালিকাকে মাদক সেবনের জন্য তিন বছর, নাবালিকাকে ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, নাবালিকাকে হত্যা ও ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালত বিহারের বাসিন্দা অভিবাসী শ্রমিক আলমকে ৭,২০,০০০ টাকা জরিমানাও করেছে। আদালত আইপিসি, পকসো আইন এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের বিভিন্ন ধারায় অভিযুক্তকে সাজা দিয়েছে।

