মঙ্গলবার একদিনের সফরে জয়পুরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

জয়পুর, ১৩ নভেম্বর (হি.স.) : নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে মঙ্গলবার একদিনের সফরে জয়পুরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আগামীকাল দিল্লি থেকে রওনা হয়ে ১১.৫৫ নাগাদ জয়পুর বিমানবন্দরে পৌঁছোবেন। সেখানে বিজেপির আধিকারিকরা তাঁকে স্বাগত জানাবেন। এরপরে তিনি ১৬ সিভিল লাইনে বিজেপির মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে ভাষণ দেবেন দুপুর ১টা নাগাদ।

কার্যক্রম অনুসারে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জয়পুরের কিষাণপোল বিধানসভা প্রার্থী চন্দ্রমোহন বাটওয়ারার সমর্থনে খান্ডেলওয়াল গার্লস স্কুল সংসার চাঁদ রোডে ভাষণ দেবেন। এছাড়াও তিনি আদর্শ নগর বিধানসভা প্রার্থী রবির সমর্থনে ইউনিয়ারা হোটেল নারায়ণ সিং সার্কেলের ময়দানে কর্মী সম্মেলনে ভাষণ দেবেন। বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় জয়পুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *