মুম্বই, ১৩ নভেম্বর(হি.স.): লিগ পর্বে ভারতকে হারাতে পারেনি কোন দলই। এবারের আসরে রোহিত শর্মার দল যে গতিতে ছুটছে, তাতে বিশ্বকাপ ট্রফি তাঁর হাতেই দেখছেন বেশির ভাগ বিশ্লেষক।
তবে ট্রফি হাতে তোলার কাজটা সহজ হবে না বলেই মনে করেন কোচ রাহুল দ্রাবিড়। লিগ পর্বে ম্যাচ হারলেও বড় ক্ষতি হতো না, সেমিফাইনালে উঠতে পয়েন্টের দিক থেকে সেরা চারে থাকলেই চলত। কিন্তু এখন নকআউট পর্ব। হারলেই থেকে বিদায়। যে কারণে ভারত কোচ আগামী বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে কিছুটা হলেও চাপ রয়েছেন। তিনি বলেছেন, সেমিফাইনালকে অন্য আট–দশটি ম্যাচের মতো করে দেখছে না তাঁর দল।