‌অনূর্ধ্ব-‌১৯ মহিলা টি-‌২০ : শেষ ম্যাচে ত্রিপুরা আজ হরিয়ানার মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ হরিয়ানার মুখোমুখি হবে ত্রিপুরা আগামীকাল। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। রাঁচির ঝাড়খন্ডে ওভাল গ্রাউন্ডে হবে ম্যাচটি। পয়েন্ট তালিকায় হরিয়ানার অবস্থান অনেকটা উঁচুতে রয়েছে। একেবারে দ্বিতীয় শীর্ষে। চার ম্যাচ খেলে তিনটিতে জয়ের সুবাদে ১২ পয়েন্ট নিয়ে তামিলনাড়ুর পরের স্থানে হরিয়ানা। তামিলনাড়ুর সঙ্গে সম সংখ্যক পয়েন্ট হলেও রানের গড়ে হরিয়ানা দ্বিতীয় শীর্ষে। এদিকে ত্রিপুরা শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। শুধুমাত্র অরুণাচল প্রদেশকে ছাপিয়ে। আজ, বুধবার হালকা প্র্যাকটিসের মধ্যে ছিল ত্রিপুরার ক্রিকেটাররা। একঝাঁক নতুন মুখ নিয়ে এবছর ত্রিপুরার দল গড়া। ফলে কোচদের মতে ক্রিকেটারদের সময় দিতে হবে সাফল্য পেতে। টিম ম্যানেমেন্টেরও একই ধারণা। এখন শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করা। ত্রিপুরার কোচ শ্রাবণী দেবনাথ মনে করছেন,”খুব ধীর গতিতে হলেও মেয়েরা উন্নতি করে চলছে। যার সুফল আগামীদিনে পাওয়া যাবেই”। হরিয়ানা ম্যাচ নিয়ে ত্রিপুরার কোচ মনে করেন, “নিঃসন্দেহে হরিয়ানা অনেকটা এগিয়ে। তবুও যে দলের ক্রিকেটাররা উইকেটে নিজেদের মেলে ধরতে পারবে সেই দলই জয় পাবে। আশাকরি মেয়েরা হরিয়ানার বিরুদ্ধে বিনা যুদ্ধে জমি ছেড়ে আসবে না। সাফল্য পাওয়ার লক্ষ্যে চেষ্টা করে যাবে”। প্রসঙ্গত:‌ আসরের প্রথম তিনটি ম্যাচে শক্তিশালী হায়দরাবাদ এবং তামিলনাড়ুর পর চতুর্থ ম্যাচে উত্তরপ্রদেশের কাছেও পরাজিত হয়েছিলো ত্রিপুরা।‌‌‌ তৃতীয় ম্যাচে অরুনাচল প্রদেশের বিরুদ্ধে ২৪ রানে জয় পেয়ে ত্রিপুরার মেয়েদের মনোবল কিছুটা হলেও বেড়েছে। এটাই রাজ্য দলের এবারকার সান্তনা।