ডিব্রুগড়ের বগিবিল সেতুর ওপর চার গাড়ির সংঘর্ষ, হত এক, আহত আরও

ডিব্রুগড় (অসম), ৮ নভেম্বর (হি.স.) : ডিব্রুগড় জেলার অন্তৰ্গত বগিবিল সেতুর ওপর চারটি গাড়ির সংঘর্ষজনিত ভয়ংকর দুৰ্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বগিবিল সেতুর ওপর তিনটি ডাম্পার এবং একটি যাত্রীবাহী ম্যাজিক ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বগিবিল এলাকার চাউলখোয়ার বাসিন্দা তরুণ কুলি (৫৪) নামের ম্যাজিক চালকে। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডিব্ৰুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ডাম্পারগুলি পাথর বোঝাই ছিল। শিলাপথারের দিক থেকে এএস ০৬ বিসি ৬৬৬৯, এএস ০৭ এএসি ৫২২৭ নম্বরের পাথর বোঝাই দুই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ডিব্ৰুগড়ের দিক থেকে আগত এএস ০৬ সিসি ০১৪৪ নম্বরের আরেকটি ডাম্পারের। এদিকে ডিব্ৰুগড়ের দিক থেকে আগত ডাম্পারের পেছন পেছন আসছিল যাত্ৰীবাহী ম্যাজিকটি। ফলে সামনের ডাম্পারে গিয়ে ধাক্কা মারে পেছনের যাত্রীবাহী ম্যাজিক। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্য হয় ম্যাজিক চালক তরুণ কুলির।

দুৰ্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে পুলিশের দল। দুৰ্ঘটনাটি এতটাই ভয়ংকর ছিল যে, দুৰ্ঘটনাগ্ৰস্ত গাড়ির রড কেটে যাত্রীদের উদ্ধার করেছে পুলিশ। তাঁরা নিহত এবং আহতদের উদ্ধার করে ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *