নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : বঙ্গোপসাগরে শক্তিশালী ভূমিকম্প । মঙ্গলবার ভোর ৫.৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ভূমিকম্পের কারণে কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
প্রসঙ্গত, সোমবার দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার ও হরিয়ানা-সহ অনেক রাজ্যে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। গত কয়েকদিন ধরে উত্তর ভারতে লাগাতার ভূমিকম্প হচ্ছে।
সম্প্রতি নেপালের পশ্চিমাঞ্চলের জাজারকোট ও এর আশেপাশের এলাকায় ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়। যার জের উত্তর ভারতেও অনুভূত হয়েছে বিভিন্ন জায়গায়। শুক্রবার রাতেই ভূমিকম্প হয় নেপালে। সূত্রের খবর, এই ভয়ঙ্কর কম্পনে প্রতিবেশী নেপালে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫৩ জনের। ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। নেপালের এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় দিল্লি-এনসিআর পর্যন্ত। ভয়ে আতঙ্কে দিশাহারা মানুষ ছুটে বেরিয়ে আসেন বাড়ি থেকে। সোমবার উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার বেশ কিছু এলাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়। যদিও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখানকার দুর্যোগ মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে এবং বিকেল ৪.১৭ মিনিটে জেলার ধারচুলা, দিদিহাট এবং বাঙ্গাপানি এলাকায় কম্পন অনুভূত হয়।