মঙ্গলবার মধ্যপ্রদেশে নির্বাচনী সফরে প্রধানমন্ত্রী মোদী, সিধিতে জনসভায় দেবেন ভাষণ

ভোপাল, ৭ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার মধ্যপ্রদেশে নির্বাচনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এখানে সিধি জেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ আশিস আগরওয়াল বলেন, নির্ধারিত কর্মসূচি অনুসারে প্রধানমন্ত্রী দুপুর ১.৩০টায় সিধি পৌঁছবেন এবং দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে এখানে একটি জনসভায় ভাষণ দেবেন।