ধর্মনগর,৬ নভেম্বর: ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালের শৌচালয়ে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ জানিয়েছেন। নান্টু শীলের মৃত্যুকে ঘিরে রোগী এবং তার পরিজনদের মধ্যে উত্তেজনা ।
মৃতের স্ত্রী মিতালী পাল জানিয়েছেন, শিলচর নিবাসী ইলেকট্রিশিয়ান নান্টু শীল ১০ বছর যাবৎ ধর্মনগরের মান্ডপপাড়াতে ভাড়া থেকে কাজকর্ম করেন। শরীরে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এবং ব্যথা বেদনা অনুভব করায় গতকাল অর্থাৎ রবিবার ধর্মনগর এর উত্তর জেলা হাসপাতালে তাঁর স্ত্রী হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সোমবার নান্টু শীল হাসপাতালের শৌচালয়ে গেলে বাইরে থেকে একটা জোরে আওয়াজ পাওয়া যায়। দরজা খুলে দেখা যায় নান্টু শীল মাটিতে পড়ে আছে। সাথে সাথে স্ত্রী কর্তব্যরত নার্সদের কাছে দৌড়ে যায়, গিয়ে ঘটনা জানায় এবং সাহায্যের জন্য আবেদন করেন।
কিন্তু তখন কর্তব্যরত নার্সরা চূড়ান্ত অবহেলা দেখায় বলে অভিযোগ স্ত্রী। পরর্বতী সময়ে কর্তব্যরত চিকিৎসক আসেন। এসে চিকিৎসক নান্টু পালের দেহ পরীক্ষা-নিরীক্ষা করে বলেন নান্টু পাল আর জীবিত নেই। এদিকে কর্তব্যরত নার্সদের এই ধরনের অবহেলায় অন্যান্য রোগীদের সাথে আসা আত্মীয় পরিজনেরা ক্ষিপ্ত হয়ে পড়ে।
এদিকে কর্তব্যরত চিকিৎসক ডক্টর শতাব্দী দাস জানিয়েছেন, প্রচন্ড দুর্বলতার কারণে বাথরুমে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে এবং তিনি কর্তব্যরত হাসপাতালের কর্মীদের পক্ষ নিয়ে বলেন নার্সরা এবং হাসপাতাল কর্মীরা তাদেরকে শৌচালয় থেকে বের হতে যথেষ্ট সাহায্য করেছে।

